Pages

Tuesday, 25 December 2012

Juraite Chai - Manna Dey / জুড়াইতে চাই – মান্না দে




জুড়াইতে চাই - মান্না দে ও সুদেব দে
 ভক্তিগীতি

খন্ডন ভব-বন্ধন 
কথা ও সুর – স্বামী বিবেকানন্দ
 
জুড়াইতে চাই
কথা – গিরীশচন্দ্র ঘোঘ

তুঝসে হামনে দিলকো লাগায়া

কথা – জাফর আলি
 
মায়ের এমনি বিচার বটে

কথা – সাধক রামপ্রসাদ
 
মন চল নিজ নিকেতনে

কথা – অযোধ্যানাথ পাকরাশী
 
সকলি তোমারি ইচ্ছা

কথা – সাধক রামপ্রসাদ
 
তিলেক দাঁড়া ওরে শমন

কথা – সাধক রামপ্রসাদ
 
সদানন্দময়ী কালি

কথা – সাধক রামপ্রসাদ
 
অন্তিমে ডাকনারে মন

কথা - প্রচলিত


শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্গীত
-স্বামী বিবেকানন্দ
মিশ্র বাহার – চৌতাল

খন্ডন ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায় ।
নিরঞ্জন, নর-রূপ ধর, নির্গুন গুনময় ।।
মোচন অঘদূষণ, জগভূষণ, চিদঘনকায় ।
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন, বীক্ষনে মোহ যায় ।।
ভাস্বর ভাব-সাগর, চির-উন্মদ-প্রেম-পাথার ।
ভক্তার্জন-যুগল চরণ, তারণ-ভব-পার ।।
জৃম্ভিত-যুগ-ঈশ্বর, জগদীশ্বর, যোগসহায় ।
নিরোধন, সমাহিতমন নিরখি তব কৃপায় ।।
ভঞ্জন-দুঃখগঞ্জন, করুণাঘন, কর্ম-কঠোর ।
প্রাণার্পণ, জগত-তারণ, কৃন্তন-কলিডোর ।।
বঞ্চন-কামকাঞ্চন, অতিনিন্দিত-ইন্দ্রিয়রাগ ।
ত্যাগীশ্বর, হে নরবর ! দেহপদে অনুরাগ ।।
নির্ভয়, গতসংশয়, দৃঢ়নিশ্চয়-মানসবান্ ।
নিষ্কারণ-ভকত-শরণ, ত্যজি জাতি-কুল-মান ।।
সম্পদ তব শ্রীপদ ভব-গোষ্পদ-বারি যথায় ।
প্রেমার্পণ, সমদরশন, জগজন-দুঃখ যায় ।।
নমো নমো প্রভু ! বাক্য-মনাতীত, মনোবচনৈকাধার ।
জ্যোতির জ্যোতি উজল-হৃদিকন্দর তুমি তম-ভঞ্জন হার ।।
ধে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাহিছে ছন্দ ভকতবৃন্দ,আরতি তোমার ।।
(জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার)

 

 

2 comments:

  1. all is nice...Tujhse humne dil ko lagaya is close to my heart..Thanks for sharing ....Love is divine...seeing god n the person next to u

    ReplyDelete
  2. Thanks. Yes, it's my favourite song too.

    ReplyDelete