জুড়াইতে চাই - মান্না দে ও সুদেব দে
ভক্তিগীতি
খন্ডন ভব-বন্ধন
কথা ও সুর – স্বামী বিবেকানন্দ
কথা ও সুর – স্বামী বিবেকানন্দ
জুড়াইতে চাই
কথা – গিরীশচন্দ্র ঘোঘ
তুঝসে হামনে দিলকো লাগায়া
কথা – জাফর আলি
মায়ের এমনি বিচার বটে
কথা – সাধক রামপ্রসাদ
মন চল নিজ নিকেতনে
কথা – অযোধ্যানাথ পাকরাশী
সকলি তোমারি ইচ্ছা
কথা – সাধক রামপ্রসাদ
তিলেক দাঁড়া ওরে শমন
কথা – সাধক রামপ্রসাদ
সদানন্দময়ী কালি
কথা – সাধক রামপ্রসাদ
অন্তিমে ডাকনারে মন
কথা - প্রচলিত
-স্বামী বিবেকানন্দ
মিশ্র বাহার – চৌতাল
খন্ডন ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায় ।
নিরঞ্জন, নর-রূপ ধর, নির্গুন গুনময় ।।
মোচন অঘদূষণ, জগভূষণ, চিদঘনকায় ।
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন, বীক্ষনে মোহ যায় ।।
ভাস্বর ভাব-সাগর, চির-উন্মদ-প্রেম-পাথার ।
ভক্তার্জন-যুগল চরণ, তারণ-ভব-পার
।।
জৃম্ভিত-যুগ-ঈশ্বর, জগদীশ্বর,
যোগসহায় ।
নিরোধন, সমাহিতমন নিরখি তব কৃপায়
।।
ভঞ্জন-দুঃখগঞ্জন, করুণাঘন,
কর্ম-কঠোর ।
প্রাণার্পণ, জগত-তারণ,
কৃন্তন-কলিডোর ।।
বঞ্চন-কামকাঞ্চন,
অতিনিন্দিত-ইন্দ্রিয়রাগ ।
ত্যাগীশ্বর, হে নরবর ! দেহপদে
অনুরাগ ।।
নির্ভয়, গতসংশয়,
দৃঢ়নিশ্চয়-মানসবান্ ।
নিষ্কারণ-ভকত-শরণ, ত্যজি
জাতি-কুল-মান ।।
সম্পদ তব শ্রীপদ ভব-গোষ্পদ-বারি
যথায় ।
প্রেমার্পণ, সমদরশন, জগজন-দুঃখ যায়
।।
নমো নমো প্রভু ! বাক্য-মনাতীত,
মনোবচনৈকাধার ।
জ্যোতির জ্যোতি উজল-হৃদিকন্দর তুমি
তম-ভঞ্জন হার ।।
ধে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে
অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাহিছে ছন্দ ভকতবৃন্দ,আরতি তোমার ।।
(জয় জয় আরতি তোমার, হর হর আরতি
তোমার, শিব শিব আরতি তোমার)
all is nice...Tujhse humne dil ko lagaya is close to my heart..Thanks for sharing ....Love is divine...seeing god n the person next to u
ReplyDeleteThanks. Yes, it's my favourite song too.
ReplyDelete