Pages

Wednesday, 17 October 2012

Best Favourite Top 20 Rabindra Sangeet ( Prem Parjayo ) প্রিয়তম রবীন্দ্র সঙ্গীত (প্রেম পর্যায় )

প্রিয়তম রবীন্দ্র সঙ্গীত (প্রেম পর্যায়)

প্রথমেই বলে রাখি এটি কোন মিউজিক রেকর্ডিং কম্পানির  প্রকাশ করা কোন এ্যালবাম নয় । “প্রিয়তম রবীন্দ্র সঙ্গীত ( প্রেম পর্যায় )” এই পোষ্টটিতে আমি আমার সর্বাধিক প্রিয় কুড়িটি প্রেম পর্যায়ের রবীন্দ্র সঙ্গীতের একটি সংকলন তৈরী করার চেষ্টা করেছি । এটা ঠিক যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, আর তার সঙ্গে সঙ্গে বদলায় তার পছন্দ-অপছন্দ । যে গানের সুর কোন এক সময় দিনের ২৪ ঘন্টাই মনের মধ্যে গুনগুন করে গাইছি, এমনকি চরম কর্মব্যস্ততার মধ্যেও তার বাইরে আসাকে কোনরকমে চাপা দিতে চাইছি, সেই গানও একদিন তার আবেদন হারায় । তবুও কিছুকিছু গান থাকে যাদের কথার মাধুর্য ও সুরের ঝঙ্কার মনে চিরকালীন আবেদন রেখে যায় । এইরকমই কিছু চিরনবীন ও কালজয়ী রবীন্দ্র সঙ্গীত নিয়ে সাজানো এই সংকলন । এটি যখন ভাবনার স্তরে ছিল তখন দশটি প্রেম পর্যায়ের গান নির্বাচনের কথা ভেবেছিলাম । কিন্তু গীতবিতান হাতে নেবার পর সংখ্যাটি বেড়ে হল চল্লিশ । (বলা বাহুল্য, গীতবিতানের প্রতিটি গান যেকোন সংকলনে থাকার সমান দাবীদার এবং খুবই বিনীতভাবে স্বীকার করছি, প্রেম পর্যায়ের সব গান আমার জানা বা শোনা নেই ।) এই চল্লিশ থেকে কুড়িতে আসতে অনেক মানসিক দ্বন্দ্বের সম্মুখীন হতে হয়েছে । এক একটা গান বাদ দেবার বেদনা অঙ্গহানীর মতই । অনেকেরই মনে হতে পারে, এটা নেই কেন- বা ওটা কেন আছে- ইত্যাদি । আবার, এই গানগুলি কোন একজন শিল্পীর গাওয়া নয় । কোন একটা গান যে শিল্পীর কন্ঠে বা গায়কীতে আমার সবথেকে ভাল লাগে শুধুমাত্র সেই গানটির mp3 ডাউনলোড লিংক্ দেওয়া হল । এখানেও, খুবই সঙ্গত কারনেই, ভিন্ন মত পোষনের জায়গা রইল । কমেন্ট বক্সে সেই সব ভিন্ন মত শোনবার অপেক্ষায় রইলাম । আপন বিভ্রান্তি ও ঝুঁকি এড়াতে গানগুলির ক্রমবিন্যাস আমার পছন্দ অনুযায়ী না করে, গীতবিতানের ক্রমে রাখা হয়েছে । যেহেতু রবীন্দ্র সঙ্গীতের রসাস্বাদনে গানের বাণী খুবই গুরুত্বপূর্ণ, তাই গানগুলির কথা ডাউনলোডের লিংক্ও দেওয়া হল । আপনিও মনে মনে আপনার আপন সংকলন তৈরী করুন ।


 To download the songs click on the song names

         
02.  TOMAY GAN SHONABO - তোমায় গান শোনাব - Kobir Suman
                                                                                                                                           

      
       
       
       
       
       
       
       

       
       
       
       
       
       

কোন লিংক্ ঠিকমত কাজ না করলে বা কোন পরামর্শ দেবার থাকলে কমেন্ট বক্সে জানান ।

2 comments:

  1. The Filedn links are not working.. please upload them to mediafire or googledocs

    ReplyDelete