ভানুসিংহের পদাবলী
কবিগুরু রবীন্দ্রনাথ
ঠাকুরের রচনা অবলম্বনে সঙ্গীত-আলেখ্য
A musical
sketch based on the songs and readings from Rabindranath Tagore
Compiled and Scripted by – Bhudeb Choudhury
Music
Direction – Kanika Bandyopadhyay
Singers - Kanika Banerjee , Suchitra Mitra , Hemanta Mukherjee & others
Singers - Kanika Banerjee , Suchitra Mitra , Hemanta Mukherjee & others
Songs
included in this musical sketch are-
SRITA KAMALA KUCHA MANDALA . . . . JAYA JAYA DEBA HARE ( JAYADEV )
GAHANA
KUSUMA KUNJA MAJHE
SHANGANA
GAGANE GHORA GHANAGHATA
SHUNA
LO BALIKA RAKHA KUSUMA MALIKA
HRIDAYAKA
SADHA MISHAOLA HRIDAYE
MARAN
RE TUHU MAMA SHYAMA SAMAN
SATIMIRA
RAJANI , SACHAKITA SAJANI
SAJANI
SAJANI RADHIKA LO
BAJAO
RE MOHANA BANSHI
AJU
SAKHI MUHU MUHU
SUNDARI
RADHE AAOBE BANE ( GOBINDA DAS)
এই সংগীত-আলেখ্যতে বৈষ্ণব পদাবলীর কবি জয়দেব ও বিদ্যাপতির একটি করে গান অন্তর্ভুক্ত হয়েছে । গান দুটির রসাস্বাদনের সুবিধার জন্য পদগুলি নিচে দেওয়া হল ।
শ্রিত কমলা কুচ মণ্ডল
( জয়দেব )
শ্রিতকমলাকুচমণ্ডল
ধৃত কুণ্ডল
কলিতললিতবনমাল । জয় জয় দেব হরে ।।
দিনমণিমণ্ডল মণ্ডন
ভবখণ্ডন
মুনিজনমানসহংস । জয় জয় দেব হরে ।।
কালিয়বিষধরগঞ্জন
জনরঞ্জন
যদুকুলনলিনদিনেশ । জয় জয় দেব হরে ।।
মধুমুরনরকবিনাশন
গরুড়াসন
সুরকুলকেলিনিদান । জয় জয় দেব হরে ।।
অমলকমলদললোচন
ভবমোচন
ত্রিভূবনভবননিদান । জয় জয় দেব হরে ।।
জনকসুতাকৃতভূষণ
জিতদূষণ
সমরশমিতদশকণ্ঠ । জয় জয় দেব হরে ।।
অভিনবজলধরসুন্দর
ধৃতমন্দর
শ্রীমুখচন্দ্রচকোর । জয় জয় দেব হরে ।।
তব চরণে প্রণতা বয়-
মিতিভাবয়
কুরু কুশলং প্রণতেষু । জয় জয় দেব হরে ।।
শ্রীজয়দেবকবেরিদং
কুরুতে মুদং
মঙ্গলম্ উজ্জ্বলগীতি । জয় জয় দেব হরে ।।
ধৃত কুণ্ডল
কলিতললিতবনমাল । জয় জয় দেব হরে ।।
দিনমণিমণ্ডল মণ্ডন
ভবখণ্ডন
মুনিজনমানসহংস । জয় জয় দেব হরে ।।
কালিয়বিষধরগঞ্জন
জনরঞ্জন
যদুকুলনলিনদিনেশ । জয় জয় দেব হরে ।।
মধুমুরনরকবিনাশন
গরুড়াসন
সুরকুলকেলিনিদান । জয় জয় দেব হরে ।।
অমলকমলদললোচন
ভবমোচন
ত্রিভূবনভবননিদান । জয় জয় দেব হরে ।।
জনকসুতাকৃতভূষণ
জিতদূষণ
সমরশমিতদশকণ্ঠ । জয় জয় দেব হরে ।।
অভিনবজলধরসুন্দর
ধৃতমন্দর
শ্রীমুখচন্দ্রচকোর । জয় জয় দেব হরে ।।
তব চরণে প্রণতা বয়-
মিতিভাবয়
কুরু কুশলং প্রণতেষু । জয় জয় দেব হরে ।।
শ্রীজয়দেবকবেরিদং
কুরুতে মুদং
মঙ্গলম্ উজ্জ্বলগীতি । জয় জয় দেব হরে ।।
********
এ
সখি হামারি দুখের নাহি ওর
(
বিদ্যাপতি )
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য
মন্দির মোর ।।
ঝঞ্ঝা ঘন
গরজন্তি
সন্ততি
ভুবন
ভরি বরিখন্তিয়া ।
কান্ত
পাহুন কাম দারুণ
সঘনে
খর শর হন্তিয়া ।।
কুলিশ
শত শত পাত-মোদিত
ময়ুর
নাচত মাতিয়া ।
মত্ত
দাদুরি ডাকে ডাহুকী
ফাটি
যাওত ছাতিয়া ।।
তিমির
দিগ ভরি ঘোর যামিনী
অথির
বিজুরিক পাঁতিয়া ।
বিদ্যাপতি
কহে কৈছে গোঙায়বি
হরি
বিনে দিন রাতিয়া ।।
0 comments:
Post a Comment